আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লহাট, বাগেরহাট।।বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটিতে নামিয়ে আনার গেজেটের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। জেলার মানুষের প্রাণের দাবি—“চার আসন বহাল রাখতে হবে, বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই দাবিকে সামনে রেখে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল, অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর সকাল থেকেই মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে এক জোরালো বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিসার কার্যালয় ঘিরে শেষ হয়। মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে “বাগেরহাটের আসন কমানো চলবে না”, “চার আসন চাই, ন্যায় চাই, অধিকার চাই।”পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, “বাগেরহাটের চার আসন কেবল সংখ্যার বিষয় নয়, এটি জেলার মর্যাদা ও মানুষের দীর্ঘদিনের দাবি। এই অধিকার কেড়ে নেওয়া হলে বাগেরহাটবাসী চুপ করে বসে থাকবে না।”বক্তব্য দেন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিকদার হারুন আল-রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা একবাক্যে ঘোষণা দেন এই গেজেট জনগণের সাথে প্রতারণা।অবিলম্বে তা বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।