নড়াইল প্রতিনিধি।।আতঙ্ক কাটছে না নড়াইলের চরশালিখা গ্রামে সন্ত্রাসী হামলা মামলার শিকার অর্ধশতাধিক পরিবারে। গ্রামের বিবাদমান দুপক্ষের গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দুপক্ষে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের মামলা হুমকি বাড়িঘরে হামলা লুটপাটের জেরে এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দিকে পুলিশ, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকার কথা বলছে।
সরেজমিন চরশালিখা গ্রামে দিয়ে দেখা গেছে, বিভিন্ন বাড়িঘরে হামলার চিহ্ন বিরাজ করছে। ঘরের টিনের বেড়া কুপিয়ে ছিন্ন-ভিন্ন করা হয়েছে। বসতঘর, দোকান রান্নাঘরও বাদ যায়নি হামলা থেকে। এক একটি সাজান গোছান বাড়িঘর তছনছ হয়ে গেছে। এসব পরিবারের নারী-শিশুদের চোখেমুখে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে নড়াইল সদর উপজেলার চরশালিখা গ্রামের নবীর শেখ পক্ষ ও আজিজুর শেখ পক্ষ গত শনিবার (১৬ আগস্ট) সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এর জেরে আজিজুর শেখ পক্ষের অন্তত আটজনের বাড়িঘর স্থাপনায় ব্যাপক হামলা-লুটপাটের ঘটনা ঘটে। এ অবস্থায় আজিজুর শেখ পক্ষ কোণঠাসা হয়ে গ্রাম ছেড়ে পালালে এসব পরিবার পুরুষ শূন্য হয়ে পড়ে। মামলা হামলা হুমকির মুখে পুরুষ-শূন্য এ পরিবারগুলো নারী-শিশুরা চরম আতঙ্কে দিন পার করছে।
কথা হয় মিঞ্জু শেখের স্ত্রী সাবানা (২৫), বেলাল শেখের স্ত্রী হেনা বেগম(২৮), নজরুল শেখের স্ত্রী বেবিসহ (৩৫) অনেকের সঙ্গে তারা বলেন, আমাদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট চালানো হয়েছে। নবীর শেখ পক্ষের লোকজনের হামলা হুমকির ভয়ে আমাদের পক্ষে পুরুষরা বাড়ি ঘরে ফিরতে পারছে না, আমাদের প্রতি নিয়ত হুমকি দেয়া হচ্ছে, এ অবস্থায় ছেলে-মেয়ে নিয়ে দিনে বাড়ি থাকলেও রাত কাটাতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে গিয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশালিখা গ্রামের আজিজুর শেখ পক্ষ ও নবির শেখ পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জেরে শনিবার (১৬ আগস্ট) দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দুপক্ষে দায়ের করা মোট তিনটি মামলায় মোট ৬৪ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।