মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণে অসহায় পরিবারের মাঝে ট্যাংকি বিতরণ
জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকট মোকাবিলায় উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে কয়রা ও মহারাজপুর ইউনিয়নের ১০ টি অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণ ক্ষমতা এই পানির ট্যাংকি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কোডেকের প্রাইভেট সেক্টর এনহাসমেন্ট অফিসার রাসেল আহমেদ, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, বদরুদ্দোজা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।