পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে প্রায় চার দশক পর পূজা উৎযাপন কমিটির নিজস্ব জমিতে কালীপূজা করতে সকলে সংঘবদ্ধ হয়েছেন। অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী কালীপূজা। এলক্ষে এলাকায় বইছে আনন্দের জোয়ার।
কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহীনী ইউনিয়নের সরাপপুর দক্ষিণপাড়া সর্বজনীন কালিমন্দিরে প্রায় ৩৯ বছর পর মন্দিরের নিজস্ব জমির উপর অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা। দীর্ঘদিনের বিরোধ চলায় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার মন্দিরের নামে রেকর্ডকৃত জমিতে পূজা উদযাপন করা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশক ধরে নানা কারণে নিজস্ব জমিতে পূজা অনুষ্ঠিত হচ্ছিল না। এবারে সকলের সমন্বয় ও সহযোগিতায় মন্দিরের রেকর্ডকৃত জমিতে পূজার আয়োজন করতে পারায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ বলছেন, “এতদিন পর কালীমাতা আমাদের প্রতি সহায় হয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে এসআই শামীম হোসাইন বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।