পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
বুধবার (২০ আগস্ট-২৫) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল রানা বাবু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন-এর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, আল-আমিন, শাহ আলম, আব্দুল হালিম, প্রমুখ।
আলোচনা শেষে এ উপলক্ষে একটি র্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।