1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে নতুন এক আলোর রেখা, পরিবারের চোখে স্বপ্ন - Khulnar Khobor
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মা হাসপাতালে রক্ত দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু কেশবপুরে দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃ ত্যু দ ণ্ড খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক  নগরীতে ঘন্টার ব্যবধানে একই রাতে নৃশংস চার খুন কেশবপুরে এক সপ্তাহের ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন রাশিদুল সভাপতি, রানা সাধারণ সম্পাদক ও মতি কোষাধ্যক্ষ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা যশোরে ছাত্রকে অমানবিক নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক কারাাগারে যশোরে পার্কে প্রেমিকযুগলের বিষপান একজনের মৃত্যু অন্যজন আশঙ্কাজনক বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল করতে হাইকোর্টের নির্দেশ দেওয়াকে সামনে রেখে মেহেদী হাসান মিঠু’র পথসভা ও মতবিনিময়। প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত সড়ক দুর্ঘটনা রোধে ব্যর্থ হলে দক্ষ জনশক্তি তৈরিও বাঁধাগ্রস্ত হবে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৫ বছর পদার্পণে রজতযাত্রা কয়রা সদর ইউনিয়নে নির্বাচন প্রচার সভায় মনিরুল হাসান বাপ্পী”কয়রা হবে পর্যটন কেন্দ্র দূর হবে বেকারত্ব” যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলে তাদের পেছনে জনগণ নাই- বিএনপি নেতা কাজী  শিপন  ‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি: খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আইজিপি বাহারুল আলম

ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে নতুন এক আলোর রেখা, পরিবারের চোখে স্বপ্ন

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে যেন দেখা দিয়েছে নতুন এক আলোর রেখা। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের কর্তৃপক্ষ। ক্যান্সারে আক্রান্ত এক অসহায় নারীর পাশে দাঁড়িয়ে তারা মানবিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

খুমেকের এই উদ্যোগে রাশিদার পরিবার ও স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো।সংবাদটি প্রকাশের পর খুলনায় ব্যাপক সাড়া ফেললে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেয়। তারা প্রতিশ্র“তি দিয়েছেন, রাশিদার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসা, ওষুধ, অপারেশনসহ যাবতীয় খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের বারান্দায় রাশিদা বেগমকে দেখতে যান খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম। এ সময় তিনি রাশিদার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজেই তার সকল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন।
ডাঃ মোঃ কাজী আইনুল ইসলাম বলেন, ইতোমধ্যেই তার ব্রেস্টে একটি সার্জারি করা হয়েছে। তার ছয়টি কেমো সাইকেল হবে। ইতোমধ্যে ৪টি হয়েছে। বাকি দুটো হওয়ার পর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। টিউমার্টির সাইজ যখন ছোট হয় আসবে এরপর তার পূর্ণাঙ্গ অপারেশন করা হবে। খুলনা মেডিকেল কলেজের পক্ষ থেকে রাশিদাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের এখানে মাত্র ৫০০ বেড আছে। কিন্তু ১ হাজার ৬০০ রোগী আছে। তারপরেও একটি বেডের ব্যবস্থা করার জন্য আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী রাশিদা বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। স্বামী জাহাঙ্গীর হোসেন পেশায় একজন দিনমজুর। দৈনন্দিন জীবনের অভাব-অনটনের মাঝেই তারা কোনো রকমে দিন কাটাতেন। দুই বছর আগে রাশিদার ডান স্তনে একটি টিউমার ধরা পড়ে। তখন স্থানীয় চিকিৎসকের পরামর্শে অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ ‘বায়োপসি’ না হওয়ায় রোগটি যে ক্যান্সারজনিত তা তখন শনাক্ত করা সম্ভব হয়নি।

ফলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে রাশিদা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার ডান স্তনে পচন ধরেছে, ক্ষতস্থানে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। অসহ্য যন্ত্রণায় কাতর এই নারী এখন হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন।

রাশিদার স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, “খুলনা মেডিকেল কলেজের ডাক্তাররা ও প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা যেন আল­াহর রহমত ছাড়া কিছু নয়। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনা করে আমরা রাশিদা বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পান, সেটি নিশ্চিত করতে আমরা সচেষ্ট।
খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক কমলেশ বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র একজন রোগীর নয়, পুরো সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থার এমন মানবিক পদক্ষেপ মানুষের মধ্যে নতুন করে আস্থা ও আশার সঞ্চার ঘটিয়েছে।

মানবিক এই উদ্যোগ প্রমাণ করে-সামান্য মনোযোগ ও সহমর্মিতা এক অসহায় জীবনের জন্য হতে পারে জীবনের নতুন অধ্যায়ের সূচনা। রাশিদা বেগমের চিকিৎসা এগিয়ে চলেছে, আর তার পরিবারের চোখে ফুটে উঠছে এক নতুন স্বপ্ন বেঁচে থাকার আকাক্সক্ষা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।