1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় অধিকার' মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।  খুলনা, ১০ ডিসেম্বর ২০২৫:ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ গুমের ঘটনা বর্তমানে বন্ধ হলেও বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতন এখনও চলছে এবং আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধেও নাগরিকদের ওপর নিপীড়ন করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

অতীতের অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থা বহাল থাকায় বাংলাদেশে বহু নিরাপরাধ মানুষ সাজাপ্রাপ্ত হয়ে অথবা সাজার অপেক্ষায় কারাগারে আটক আছেন। কারাগারে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এমনকি হাসিনার বাহিনী কর্তৃক গুমের শিকার ৩ শতাধিক ব্যক্তি এখনও ফিরে আসেনি। এ কারণে মানবাধিকার রক্ষা করতে হলে সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ও র ্যালিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। দিবস উপলক্ষে অধিকার’র বিবৃতি পাঠ করেন মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক জিয়াউস সাদাত।
অধিকার’র বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, অতীতের অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থা বহাল থাকায় বাংলাদেশে বহু নিরাপরাধ মানুষ সাজাপ্রাপ্ত হয়ে অথবা সাজার অপেক্ষায় কারাগারে আটক আছেন। কারাগারে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনসহ নানা ধরণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেক বন্দি কারাগারে মারা যাচ্ছেন। দেশের প্রচলিত ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রতি বছর নিম্ন আদালতে শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে, যা প্রায় ক্ষেত্রেই নির্যাতনের মাধ্যমে নেয়া হয়, অভিযুক্তদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে বলেও অভিযোগ আছে।
আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কর্তৃত্ববাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য পরিলক্ষিত। রাজনৈতিক সহিংসতা চলমান রয়েছে, যা আগামী সাধারণ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইতিমধ্যেই রাজনৈতিক সহিংসতায় বহু লোকের প্রাণহানি হয়েছে।
অনলাইনে নারীদের ওপর বিভিন্ন মহল থেকে হয়রানীসহ নারীদের ওপর বিভিন্ন ধরনের সহিংসতা অব্যাহত আছে। এছাড়া আইনপ্রয়োগকারী সংস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে না পারায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চলছে।

অন্তবর্তীকালীন সরকারের সময়ে গণপিটুনী দিয়ে মানুষ হত্যার ঘটনা বৃদ্ধি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। এ অবস্থায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা জন্য সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে);র সহকারী মহাসচিব ও দৈনিক আমারদেশ’র খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশারাফ-উজ-জামান, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, খেলাফত মজলিসের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মমিনুল ইসলাম, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, জাতীয় মানবাধিক ইউনিটের খুলনা মহানগর সভাপতি শেখ আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা মহানগরীর সংগঠক মুশফিকার শামস মিনান, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের ও খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, নিরাপদ সড়ক চাইা-নিসচা’র খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান মোড়ল, শিক্ষক মো. আবুবকর সিদ্দিক, খুলনা চিংড়ি বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এস এম মনোয়ার হোসেন লাবলু, আহত জুলাই যোদ্ধা মো. শহিদুল ইসলাম উজ্জ্বল, পুলিশ কর্তৃক দু’ চোখ উপড়ানো যুবক মো. শাহজালাল হাওলাদার, তার স্ত্রী রাহিলা বেগম, মা রেনু বেগম ও শ্বাশুড়ী নাসিমা বেগম, র‌্যাব কর্তৃক গুম ও নির্যাতনের শিকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইমরান হোসেন, তার কন্যা জান্নাতুল ম্যাহেক ও পুত্র মুফিদ ইসলাম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম এ আজিম, তাসনিম হাসান আফ্রিদী, মো. জামাল হোসেন, মো. রায়হান মোল্লা, এম এ সাদী, হাফেজ মুহাম্মাদ কামরুজ্জামান, সাখাওয়াত হোসেন স্বপন, মোসলেহ উদ্দিন, আনিসুর রহমান কবির মুন্সি, রেজাউল ইসলাম তুরান, মো. মুজাহিদুর রহমান, মাসুম বিল্লাহ ইমরান, সাফায়াত হোসেন শাওন, আব্দুল হান্নান, ইমরুল ইসলাম ইমন, মো. জামাল মোড়ল, ব্যবসায়ী মো. মোস্তফা কামাল রিপন, মো. ওয়াসিম রানা, মো. আমিরুল ইসলাম, এস এম জসিম উদ্দিন, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এস এম সোরহাব, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, নুরুল আলম, মো. তামিম হাসান, আবু সাঈদ আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি র‌্যালী খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর পিকস্যার প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।