ইমরুল ইসলাম ইমন, খুলনা।। খুলনার ফুলতলায় আছিয়া বেগম নামের এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলার দামোদর ইউনিয়নের হ্যাচারীপাড়া মোড় সংলগ্ন শহীদ মোড়লের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।
জানা যায়,আটককৃত যুবক নিহত নারীর বাড়ির তিন তলার উপর পানির ট্যাংকে লুকিয়ে ছিলো।
আটককৃত যুবক হলেন নড়াইল সদর থানা এলাকার বাসিন্দা রেজা কাজীর ছেলে মোঃ হোসেন কাজী। তাকে ওই বাড়ির ছাদের একটি পানির ট্যাংকির মধ্য থেকে আটক করা হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবং পরকীয় জনিত কারনে হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।