খুলনার খবর।।খুলনার ডুমুরিয়া উপজেলায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মোল্লারের পিঠে টিউমার অপারেশন করার জন্য সকালে একটি এম্বুলেন্সে করে সাতক্ষীরার মৌতলা গ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন পরিবারের চারজন সদস্য। পথে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে এম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় এম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন অক্ষত থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “এ ঘটনায় আরিফ মোল্লারের স্ত্রী ময়নার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার পর থেকে এম্বুলেন্স চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।