এস.এম.শামীম, দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ,উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকির পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস , উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , ওসি তদন্ত প্রবীর , উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত,
উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এমন ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।