খুলনার খবর।।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়িতে অবস্থান করছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। তারা অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘদিন স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন আবু হোসেন বাবু।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।