 
							
							 
                    রিয়াজ মুস্তাফিজ,খুলনার খবর।।ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রধান সমন্বয়ক হয়েছেন অনলাইন এক্টিভিষ্ট ও সমাজকর্মী আরিফুজ্জামান হেলাল। তিনি আলফাডাঙ্গা পৌরসভাধীন নওয়াপাড়া গ্রামের মিয়া পরিবারের সন্তান।
গত ২৫ জুলাই জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত এনসিপি আলফাডাঙ্গা উপজেলা শাখার এক মতবিনিময় সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রধান সমন্বয়ক করা হয়। সভায় আরিফুজ্জামান হেলালকে আলফাডাঙ্গা পৌরসভা শাখার প্রধান সমন্বয়ক পদের দায়িত্ব গ্রহনের জন্য আহবান জানান
উপজেলা শাখার প্রধান সমন্বয়ক তামিম আহমেদ মিলন।
আলফাডাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়ক তামিম আহমেদ মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়ক মুফতি কুতুবউদ্দিন ফরীদি, যুগ্ম সমন্বয়ক আব্দুল জলিল, সিনিয়র নেতা মকবুল হোসেন, মোঃ লিটন শেখ, মোঃ নাজমুল হোসেন প্রমুখ।
আরিফুজ্জামান হেলাল তার সংক্ষিপ্ত বক্তব্যে আলফাডাঙ্গার এনসিপিকে আরো শক্তিশালী করতে আলফাডাঙ্গা এনসিপির সকল নেতাকর্মীর সহযোগীতা কামনা করেন। তিনি সকল প্রকার নির্যাতন, অন্যায়- অত্যাচার, ঘুষ-দূর্নীতি, চাঁদাবাজি-দখলবাজি -টেন্ডারবাজি, মামলাবাজি,তদবির বানিজ্য বন্ধে দৃঢ় ভূমিকা রাখার এবং অত্যাচারিত ও নির্যাতিত জনগণের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আরিফুজ্জামান হেলাল পৌরসভা এলাকার নওয়াপাড়া গ্রামের মিয়া পরিবারের সন্তান। তিনি বহুবছর যাবত ঢাকাতে বসবাস করেছেন। গত ২৮ এপ্রিল ২০২৪ তিনি স্থানীয়ভাবে এলাকায় চলে এসেছেন। ঢাকার জীবনে তিনি ব্যবসার পাশাপাশি একাধিক প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন। আরিফুজ্জামান হেলাল একজন সমাজকর্মী ও অনলাইন একটিভিস্ট। জুলাই-আগস্ট ২০২৪ এর গণ-অভ্যুত্থানে তিনি ততকালীন সরকারের নৃশংসতার বিরুদ্ধে লেখনির মাধ্যমে ভূমিকা রেখেছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।