মোঃ জসিম উদ্দিন তুহিনযশোর জেলা প্রতিনিধি।।শোরের সংবাদপত্র অঙ্গনের পরিচিত মুখ, গ্রামের কাগজের সাবেক কম্পিউটার অপারেটর আবু সাইদ সাগরকে শেষ বিদায় জানানো হয়েছে গভীর শোক ও বেদনার মাঝে। মঙ্গলবার দুপুরে বারান্দীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে বারান্দীপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সাগরের জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল অপূরণীয় শোক। জানাজার ইমামতি করেন তাঁর জমজ ভাই এবং গ্রামের কাগজের চীফ কম্পিউটার অপারেটর আবু সাআদ শাওন।এর আগে মৃত্যুসংবাদে সোমবার রাত থেকেই শাওনের বাড়িতে ভিড় করতে থাকেন আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা।
হঠাৎ সাগরের চলে যাওয়া যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা শোকাহত হয়ে পড়েন।জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। তিনি আবেগতাড়িত হয়ে বলেন,শাওন ও সাগর দুই ভাইয়ের হাত ধরেই গ্রামের কাগজের পথচলা শুরু হয়েছিল। কম্পিউটার বিভাগে সাগর ছিলেন একনিষ্ঠ ও নীরব কর্মযোদ্ধা। তাঁর অবদান গ্রামে কাগজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।এছাড়াও স্মৃতিচারণ করেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। আবেগঘন পরিবেশে সাগরের একমাত্র পুত্র রাজিন মাহমুদ সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করে।জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম ছামছুদ্দীন, কল্যাণের নির্বাহী সম্পাদকএহসান-উদ-দ্দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সিটি ইনচার্জ শিমুল ভুইয়া, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, ছাপাখানা মালিক সমিতির নেতা আবুল কাশেমসহ বহু গুণমুগ্ধ মানুষ।
উল্লেখ্য, আবু সাইদ সাগর সোমবার (৪ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে যশোরের বিভিন্ন পত্রিকায় কম্পিউটার বিভাগের নিরলস কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।
তিনি স্ত্রী, একমাত্র সন্তান, মা, ভাইসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।সাগরের অকাল মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে স্মরণ করে অনেকেই বলেছেন, “সাগর ছিলেন পত্রিকার ব্যাকবোন—নীরব অথচ নির্ভরযোগ্য। তাঁর অভাব কখনো পূরণ হবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।