আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষাকেন্দ্রে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে ১৩৬ টি শিক্ষা কেন্দ্রে এক যোগে বছরের প্রথম দিনে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ( ১ লা জানুয়ারী ২০২৬ ইং) সকাল ৮ টায় থেকে অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ বই বিতরণ উৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি যুগান্তকারী উদ্যোগ, যার মূল লক্ষ্য মসজিদকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করা, সাক্ষরতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা, অংক, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন বিষয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, যা তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বাড়ায়। কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার শেখানো হয়, যা চরিত্র গঠনে সহায়তা করে। সহীহ্ কুরআন পাঠের যোগ্যতা অর্জন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য কুরআন শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক সাক্ষরতা বৃদ্ধি এবং নারীসহ সকল বয়সের মানুষকে জীবনমুখী শিক্ষা প্রদান করা হয়।
বই বিতরণ উৎসব কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র মনিটোরিং কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, কেন্দ্র শিক্ষক খান আরিফুজ্জামান নয়ন,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ গোনালী-বামুন্দিয়া শিক্ষা কেন্দ্রের পাঠদানে ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।