খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় এক মাদ্রাসার মুহতামিমকে জড়িয়ে মিথ্যা, অপবাদ রটানোর প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুহতামিম মাওলানা মোঃ মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া আল হাবিব (সাঃ) নুরানী ক্যাডেট স্কিম মাদ্রাসার মুহতামিম। তার মাদ্রাসার এক শিক্ষার্থীকে নিয়ে আসা-যাওয়া করতেন ওই শিক্ষার্থীর মা শিপু বেগম। তিনি হলেন মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়লের স্ত্রী। সম্প্রতি নাকি রিপন-শিপুর মধ্যে বনিবনা হচ্ছে না। স্ত্রী শিপু বেগম তার অবাধ্য হয়ে এলামেলো চলাফেরা করছে। স্ত্রীর এহেন কর্মকান্ড নিয়ে মিথ্যা দোষ চাপানো হচ্ছে আমার ওপর। যা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তার স্ত্রীর সঙ্গে আমি তেমন কোন কথা বলি না। মুঠোফোন বা কোন মাধ্যমেই তার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। তারপরও আমাকে নিয়ে নানান সন্দেহ।
পাড়া-মহল্লায় আমাকে নিয়ে মিথ্যা অপবাদ রাটানো হচ্ছে। সমাজে আমার মান-সন্মান খুন্ন করতে তারা এ অপচেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সন্মেলনও করেছে। আমি তাদের ওইসব কর্মকান্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠ বিচার চাই। সংবাদ সন্মেলন চলাকালে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব এম আলী আহম্মেদ মোড়ল, ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা লুৎফর রহমান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।