সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।২৬ নভেম্বর সকাল ১০টার দিকে খুলনার তেরখাদায় ঐহিত্যবাহী সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিভাগীয় বন কর্মকর্তা (অবঃ) শেখ এহিউল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আটলিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক মোল্যা ঈমান উদ্দিন ও কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য তরফদার মোঃ মনিরুজ্জামান।প্রভাষক যথাক্রমে জি এম শাহীনুর রহমান, মোঃ রবিউল ইসলাম রাজু, উজ্জ্বল কুমার কুন্ডু ও অনির্বান রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক যথাক্রমে সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, মোঃ সফিকুর রহমান, অনীমা রানী বিশ্বাস ও সাধন কুমার সাহা, প্রভাষক যথাক্রমে এস এস শফিউল্লাহ, রমা মন্ডল, মুসলিমা খানম, মোঃ গোলাম মোর্তজা পলাশ, শেখ ফরিদ আহমেদ, পুষ্প বিশ্বাস, সোনিয়া রহমান ও বিপ্লব সিকদার। ক্রীড়ার সার্বিক দায়িত্ব পালন করেন কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু। দৃশ্য ধারণ করেন প্রর্দশক হিমরুল ইসলাম।
উল্লেখ্য যে, আজ ২৭ নভেম্বর ( বৃহস্পতিবার ) বিকেল ৩টার দিকে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।