সাগর কুমার বাড়ই , তোরখাদা প্রতিনিধি , খুলনা।।১০ ই নভেম্বর ~২০২৫ ইংরেজি সোমবার খুলনা জেলার তেরখাদা উপজেলার নৌকাডুবি চোমরা গ্রামের মধ্যবর্তী নদীতে বেলা ২ টার দিকে গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
সুত্রে জানা যায় , নৌকাডুবি চোমরা যুব সংঘের উদ্যোগে শীত মৌসুমের শুরুতে শ্রী শ্রী তাঁরকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞাণুষ্ঠান উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় ।
নদীর দুই পাড়ে শত শত নারী পুরুষ, তরুন তরুনী , যুবক যুবতী , বৃদ্ধ বৃদ্ধার সমাগম ঘটে । নৌকা বাইচ চলা কালে নদীর আশ পাশে ভক্তদের মুহূ মুহূ করতালি তথা নদীর দুই পাড়ে দর্শকেরা মুখরিত হয়ে ওঠে।
নদীর জায়গা সল্পতার হওয়ায় এক সঙ্গে দুটি নৌকার প্রতিযোগিতা হয় ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় রতন বাড়ই এর সভাপতিত্বে সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান পরিচালনা করেন ডা: কিশোর রায় ( নয়ন ) ।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সেক্রেটার মো: গিয়াস খাঁ , সাচিয়াদহ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাফায়েত লস্কর , ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু লস্কর , মৃম্ময় টিকাদার সহ আরো অনেকে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বঙ্কিম মালাকার ও
পুরষ্কার বড় মনিটর
ও দ্বিতীয় স্থান অধিকার করেন রতন বাড়ই ও ছোট মনিটর পুরষ্কার লাভ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।