এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।দিঘলিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বোরো ধান (উফশী) ও বোরো ধান (হাইব্রিড) এর বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে নভেম্বর দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া, খুলনা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ।তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং অধিক ফলন নিশ্চিত করবে। কৃষিকে আধুনিক ও কৃষকবান্ধব করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ কিশোর আহমেদ।
তিনি বলেন, দিঘলিয়ার কৃষকরা সবসময় পরিশ্রমী এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী। এই প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। তাদের হাতে পর্যায়ক্রমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) এবং হাইব্রিড জাতের বীজসহ প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়। এসময় দিঘলিয়া উপজেলার সকল ওয়ার্ড ইউনিয়ন থেকে মোট ১১৭০ জন কৃষক কে উক্ত সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কৃষকরা এমন প্রণোদনা পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন মৌসুমে আরও ভালো ফলনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।