এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।। খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে চাঁদা বাজি পুলিশের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর নির্দেশনা গাজীরাট ইউনিয়ন বিএনপি’র পক্ষে উক্ত ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজিরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।
উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মকিদ আলি ও সাধারণ সম্পাদক বাদশা গাজীর স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয় মব সৃষ্টি করে পুলিশ কে মারধর এবং চাঁদাবাজির সাথে জড়িতরা আদৌ বিএনপি তে নাই পূর্বেও কোন দিন ছিল না। এমন বিবৃতি প্রকাশের পর গাজীরহাট ইউনিয়নের ডোমরা মাঝির গাতী সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, এবিষয়ে একাধিক সাধারণ মানুষ ক্যামেরার সামনে আসতে না চাইলেও তারা বলেন উক্ত সোহাগ মুন্সী ও তৈয়বুর মুন্সী, সুমন মুন্সী, কাজল মুন্সী, সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে মব সৃষ্টি করে দলীয় নাম ব্যাবহার করে আসছিল প্রকৃত পক্ষে তারা কেউ বিএনপির সাথে জড়িত নয়।
বরং তাদের চাঁদাবাজির কাছে পুরো গাজিরহাট ইউনিয়ন বাসী জিম্মি হয়ে ছিল। অনেকে বলেন তাদের সন্ত্রাসী কার্যকলাপের ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি।
তবে চাঞ্চল্যকর উক্ত ঘটনায় আহত বুলু শিকদার এর স্ত্রী শাহানারা বেগম বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি এজাহার দায়ের করে। এবং মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করে আসামিদের পলায়ন এর ঘটনায় দিঘলিয়া থানা পুলিশের পক্ষে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জন কে আটক করেছে বলে জানা যায়। কিন্তু মূল আসামি সোহাগ মুন্সী ও তৈয়ব মুন্সী, কাজল মুন্সী ও অজ্ঞাত ৪/৫ জন আটক এর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।