এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।। দিঘলিয়া উপজেলার শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিল্ডআপ পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষার্থীদের সুরক্ষার ব্যাপারে দিঘলিয়া উপজেলার গাজীরহাটে ২টি বিদ্যালয় পরিদর্শন করেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই আদর্শ, গাজীরহাট পুলিশ ক্যাম্পের আইসি এসআই মাসুদ, সাংবাদিক সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, শেখ শামীমুল ইসলাম, সৌমিত্র কুমার দত্ত।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা যেন তাদের পিতা-মাতার কষ্ট ও সন্তানের লালন পালনে পিতা-মাতার ত্যাগের দিকে সর্বদা দৃষ্টি দেয়। তা হলে সেই শিক্ষার্থীরা শুধু নীতি নৈতিকতায়ই বড় হবেনা।
দুনিয়ার জীবনেও সুনাগরিক হবে। পাশাপাশি তার জীবন হবে সুখের ও আনন্দের। পাশাপাশি তিনি শিক্ষকদের সন্মান করা ও তাদের মনে কোনো প্রকার কষ্ট না দেওয়ার ব্যাপারে সচেতন ও সচেষ্ট হওয়ার আহবান জানান শিক্ষার্থীদের। এ সময় তিনি গাজীরহাটের হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও হাজী ছায়েমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি গাজীরহাট বাজার, গাজীরহাট পুলিশ ফাঁড়ি ও কোলা বাজার পরিদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।