এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।দিঘলিয়ায় ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত দিঘলিয়া উপজেলাধীন মোট ০৮ (আট)টি চার্জ/গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়।১। প্রতিটি চার্জ/গির্জায় পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে ধর্মীয় সংগীত পরিবেশনা এবং সম্মিলিত কেক কাটার মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়।
২। সেনহাটি ইউনিয়নের অন্তর্গত চন্দনীমহল সিয়ন এজি চার্জে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ মহোদয় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ আলমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, খ্রিস্ট ধর্মাবলম্বীগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৩। বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে চার্জ/গির্জাসমূহে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় এবং নৌ কন্টিনজেন্ট কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়।
অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিঘলিয়া উপজেলায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) উদযাপিত হয়েছে বলে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।