অদিতি সাহা, খুলনার খবর।।দুর্গাপূজার আগমনী বার্তায় খুলনার সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের বিভিন্ন পালপাড়া ও মন্দিরে প্রতিমা নির্মাণে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা গড়ার কাজে কারিগররা দিন-রাত পরিশ্রম করছেন, শেষ মুহূর্তের ছোঁয়ায় পাচ্ছে বর্ণিল রূপ।
এদিকে নগরীর ধর্মসভা, শীতলা বাড়ি,শিববাড়ি সহ সকল পূজামণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার তোড়জোড়। কোথাও চলছে কাঠামো নির্মাণ, আবার কোথাও আলোকসজ্জা। খুলনার ঐতিহ্যবাহী মণ্ডপগুলোতে দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে।
পূজা ঘিরে বাজারেও কেনাকাটার উৎসব জমে উঠেছে। পোশাক, অলঙ্কার ও উপহার সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। পাশাপাশি পূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।সব মিলিয়ে, দুর্গাপূজার আগমনী সুরে খুলনার পালপাড়া ও মন্দিরগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।