খুলনার খবর।। খুলনা, ১৩ জানুয়ারি, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ পরীক্ষায় বিভিন্ন বিভাগে শতাধিক প্রার্থী অংশগ্রহণ করেন। এদিকে শিক্ষক নিয়োগের লিখিত এ পরীক্ষা চলাকালীন সময় ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার পরীক্ষার হল পরিদর্শন করেন ও সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকবৃন্দ। পরে বিকাল ৩ টা থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।