পাইকগাছা খুলনা প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাবু গাইন ও তার পরিবারের লোকেরা।
বৃহস্পতিবার সকালে গড়ইখালীস্থ নিজ বাসভবনের সামনে পিতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের চিংড়ী ঘের ও শ’মিল দখল করে নেয়া হয়েছে। তবে যারা দখল করে নিয়েছে তাদের নাম বলতে রাজী হননি তারা। তারা সব সময় আতংকে বসবাস করছেন বলে জানান।
তারা আরও বলেন, আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামিলীগের সাথে জড়িত ছিলাম না বা বর্তমানেও নেই। তবে আওয়ামী লীগকে সমার্থন করতাম। সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতাম। এ কারণে আওয়ামিলীগ সরকারের সময় বার বার যেমন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। বর্তমান সময়েও একই অবস্থা। এ কারণে আওয়ামীলীগের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা করা হলো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।