মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ইউপির গড়ের আবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে,এতে নারীসহ ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। উপজেলার গড়ের আবাদে রবিবার বিকেলে শহিদুল সরদারকে তুচ্ছ ঘটনায় একই এলাকার এনামুল গং রা মারপিট করে।
ভুক্তভোগী শহিদুল সরদার জানান,বাসায় মেহমান আাসায় আমি বাজার করতে রওনা হওয়ার সময় এনামুল,পিতা: রওশন আলী সাইদ আলী,ইকরামুল, আফজাল,মঞ্জিলা,ফজিলা আমাকে আটকিয়ে মারপিট করে।এসময় আমার বড় ভাই হাফিজুর (৪৫) ও ভাবি ফজিলা (৩৬), ভাবির বোন মুসলিমা ঠেকাতে আসে। তখন এনামুল গংরা কুড়াল,দা সহ দেশীয় অস্ত্র নিয়ে আসে। তাদের বাঁধা দিতে গেলে আমার ভাবির তলপেটে লাথি সহ বেধড়ক মারধর করে, যার ফলে তার রক্তপাত চলমান এবং আমার স্ত্রী মুসলিমা কেও তারা মারধর করে ।বড় ভাই হাফিজুরের পকেটে থাকা ৮ হাজার টাকা ও ভাইয়ের শালীকা লিপিকা বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেই।
বর্তমানে হাসপাতালে ভর্তি ফাতেমা বেগম জানান,আমি দেখি তারা আমার দেবর কে মারছে,তখন আমি এগিয়ে গেলে তারা আমার তলপেটে লাথি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে যার জন্য এখনো আমার রক্তপাত হচ্ছে।আমার বোন লিপিকাও ঠেকাতে আসলে তার গলায় থাকা স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে প্রতিপক্ষ এনামুলের ভাই সাঈদ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি উপস্থিত ছিলাম তবে মারামারির সময় কে কাকে মারছে আমি সঠিক বলতে পারবো না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।