মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।খুলনার পাইকগাছা পজেলার সোলাদানা ইউনিয়নে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস,এম,এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)ডাঃ শাকিলা আফরোজ।
মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান,মোঃ ইসরাফ্রিল মোড়লসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য: এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে উক্ত ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।