মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। “খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আগামী ৬ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক নির্বাচন – ২০২৫ এর মনোনয়ন ফরম প্রদান ও জমা প্রদান শেষ হয়েছে।
বুধবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ৬ টি পদে ফরম প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম মিথুন ও জহুরুল হক মনোনয়ন ফরম প্রদান করেন ও জমা গ্রহণ করেন।
উক্ত নির্বাচনে ৬টি পদের মধ্যে সভাপতি পদে শেখ সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, ক্যাশিয়ার মোঃ ফিরোজ আহমেদ ও দপ্তর সম্পাদক পদে মোঃ মানছুর রহমান জাহিদ মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনের নিকট তা জমা প্রদান করেন। যা বৃহস্পতিবার যাচাই বাচাই।
এ দিকে উৎসব মুখর ও সৌহার্দ্যপু্র্ণ পরিবেশ প্রথম দিনে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আগামী ৬ অক্টোবর বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।