মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের প্রবীণ সাংবাদিক কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র জানাজা নামাজ আজ যশোর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনে অবদান এবং মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এছাড়া স্থানীয় সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরাও মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন।রুকুনউদ্দৌলাহ্ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়েছেন। তিনি দীর্ঘ সময় যশোরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে লেখনী চালিয়ে গেছেন আমৃত্যু।জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে যশোরসহ সারাদেশের সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।