রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি।।দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।ঘোষিত মনোনয়ন অনুযায়ী বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডঃ শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ঘোষণার পর সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা জানিয়েছেন, দলের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।