1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না- মঞ্জু - Khulnar Khobor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না- মঞ্জু

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না বলে মন্তব্য করেছেন খুলনা-২ (সোনাডাঙ্গা-সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খুলনার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা খুব শিগগিরই একসাথে ভোটের ক্যাম্পেইন শুরু করবেন বলে এসময় জানিয়েছেন মঞ্জু।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ছিলেন মহানগর বিএনপি সভাপতি। ২০০৮ সালের নির্বাচনে নগরবাসীর ভোটে এমপিও নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী দু:শাসনেরকালে জাতীয় সংসদে ও রাজপথে অগনতি নেতাকর্মী নিয়ে সংগ্রামী অবদান রাখা এই নেতা ২০২১ সালের ডিসেম্বরে পদচ্যুত হন। তার নেতৃত্বাধীন নগর বিএনপির কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি ঘোষণা হলে ক্ষুব্ধ হয়ে প্রেস কনফারেন্স করেছিলেন এই প্রেসক্লাবে। প্রতিক্রিয়ায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকেও তাকে অব্যহতি দেওয়া হয়। প্রতিবাদে দলের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন।

চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত নজরুল ইসলাম মঞ্জু পদহীন থেকেও দলের প্রতিটি কর্মসূচি পৃথক ভাবে পালন করেছেন অনুসারীদের নিয়ে। নানা অনিশ্চয়তা, হতাশা, বঞ্চনা ও বিদ্রুপ সত্বেও জনগন থেকে বিচ্ছিন্ন হননি তিনি। ৩ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণায় খুলনা সদর আসনে চলে আসে তার নাম।

মতবিনিময় সভায় দল তাকে মনোনীত করার জন্য শুকরিয়া আদায় করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতান্ত্রিক আন্দোলনের মূল চালিকা শক্তি অভিহিত করে তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ থেকে অনেক দূরে অবস্থান করেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যেভাবে অবদান রেখেছেন তা ইতিহাসে বিরল ঘটনা। মঞ্জু বলেন, তিনটি দিক বিবেচনায় দল প্রার্থী মনোনয়ন দিয়েছে- রাজপথের আন্দোলনে সাহসী যোদ্ধা, ক্লিন ইমেজ এবং জনসম্পৃক্ত নেতা। জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের কনসেপ্ট তরুণ প্রজন্মের সামনে দাঁড়িয়েছে, সেই কনসেপ্ট উপেক্ষা করে প্রচলিত ধারার রাজনীতির কোন সুযোগ নেই। তরুণ প্রজন্মের ভোটাররা এখনও প্রার্থী সম্পর্কে ভাবছে, তারা সহসা মতামত দিচ্ছেনা জানিয়ে তিনি বলেন, সবদিক বিবেচনায় নিয়ে বিএনপি এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আমাদের সবেচেয়ে আশার দিক হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার নির্বাচন করবেন। ফ্যাসিস্ট্ সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।

সাংবাদিকদের প্রশ্নে বারবার উঠে আসে খুলনা বিএনপির অনৈক্য ও বিভেদের প্রসঙ্গ। প্রার্থীতা ঘোষণার ২০ দিন পরেও মহানগর এবং ওয়ার্ড-থানা পর্যায়ের নেতারা মঞ্জুর সাথে প্রচারণায় নামেননি। তারা প্রার্থীতা বিবেচনার জন্য কেন্দ্রে চিঠি দিয়েছেন। আবার বিএনপি ও অঙ্গ দলে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কারো কারো বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল সহ নানা অভিযোগে মিডিয়াতে নিউজ এসেছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পত্রিকায় শিরোনাম হওয়া ব্যক্তিদের বিএনপির নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত রাখা হবে। এমনকি তাদেরকে শহরের বাইরেও থাকতে হতে পারে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সাথে কথা বলেছেন জানিয়ে বলেন, শিগগিরই আলোচনায় বসে দ্বিধা বিভক্তি ঘুচিয়ে পরিচ্ছন্ন ইমেজের লোকদের নিয়ে প্রচারণায় নামবেন। কোন অপশক্তি ও বিতর্কিত ব্যক্তি বিএনপি প্রার্থীদের ধারেপাশে ঠাঁই পাবেনা বলে নিশ্চিত করেন তিনি। জুলাই অভ্যূত্থানের অন্তিমলগ্নে ৪ ও ৫ আগষ্ট ভাংচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণত হয় খুলনা প্রেসক্লাব। মূলত সে সময়কার নেতারা পেশাগত দায়িত্ব পালন ভুলে ব্যানার ফেস্টুন টানিয়ে নৌকা মার্কার পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনায় নামতেন রাস্তায়। কলংকজন সেই অধ্যায়ের কথা স্মরণ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আগামী দিনে কোন মার্কার পক্ষে ব্যানার টানিয়ে মাঠে নেমে না পড়ে বরং আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেই আমাদের উপকার হবে।

খুলনা প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় মতবিনিমিয় সভায় বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, মোশাররফ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলামসহ বিএনপি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।