প্রেস বিজ্ঞপ্তি।।বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিআমরা মানসম্মত শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ’’ এই শ্লোগানকে সামনে রেখে বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) খুলনা জেলার দাকোপের লাউডোবে অবস্থিত বিদ্যালয় চত্ত্বরে যৌতুক, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামিউল হক। সম্মানিত অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোহেল হোসেন। এতে সভাপতিত্ব করেন বুড়িরডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ রায়। সমাবেশে অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
সমাবেশে অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান কোথায় যায়, কী করে তার খবর রাখতে হবে। চায়ের দোকানে আড্ডা একটু কম দিয়ে মাঝেমধ্যে অভিভাবকদের স্কুলে আসতে হবে। ছেলে-মেয়েদের অবস্থা সম্পর্কে শিক্ষকদের জানাতে হবে। মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তাই মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। পাঠ্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
অভিভাবক সমাবেশে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।