মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি।।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে শাড়ী কম্বল সহ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার (১৬ই) নভেম্বর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে, ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর, জিরা এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য দুই লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন একটি সংঘবদ্ধ পাচার চক্র দীর্ঘদিন চোরাকাবী করে যাচ্ছে।
চোরাচালানীদের ধরতে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অংশ হিসেবে বেনাপোল সীমান্তে আভিযান পরিচালনা করা হয় এবং আমরা অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।