খুলনার খবর ||ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার খুলনায় এনটিভি ২৩তম বর্ষ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, পথশিশু নিয়ে কেক কাটার অনুষ্ঠান।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ষ প্রফেসার ড, রেজাউল করিম, বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইটালী থেকে আগত ফাদার লুপি, জ্যোতির কার্যনির্বাহী পরিচালক মহাসেনা রুনা, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম উপস্থিত থেকে বক্তৃতা করেন।
খুলনা সোনাডাঙ্গাস্থ সাজাজিক সংগঠন জ্যোতির শিশুদের আবাসস্থলে এই ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অতিথিরা সকলেই তাদের বক্তব্যতে এনটিভির এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের প্রসংশা করেন।
কেক কাটার পর পথশিশুদের কেক খায়িয়ে দেন অতিথি বর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভি দর্শক ফোরামের আহবায়ক হুমায়ুন কবীর বাবুল।
পরে অতিথিদের সম্মানে পথশিশুরা গান ও নৃত্য পরিবেশনা করে। এনটিভি পক্ষ থেকে পরে পথ শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।