খুলনার খবর।।রাতে ছিল অক্ষত, সকালে দেখা গেল একপাশে কাত হয়ে নদীতে ডুবে গেছে জাহাজ — মালিক হারুনার রশিদ বললেন, “নাশকতা নয়, আল্লাহর ইচ্ছা।”
খুলনার ভৈবর নদীর কাস্টমঘাট এলাকায় সুন্দরবনগামী টুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ হঠাৎ করেই তলিয়ে গেছে। ০৭ অক্টোবর ২০২৫ সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান জাহাজটি একদিকে কাত হয়ে পানিতে ডুবে যাচ্ছে । পরে আশপাশের মানুষ ছুটে এসে জাহাজ থেকে যা পারছে মালামাল নামিয়ে আনার চেষ্টা করেন।
জাহাজটির মালিক হারুন অর রশিদ জানান,“কয়েক দিন আগে জাহাজের পিছনে প্রায় দুই কোটি টাকা খরচ করেছি। গতরাতেও জাহাজ দেখে গেছি—সব ঠিকঠাক ছিল। সকালে এসে দেখি ডুবে গেছে। আমি কাউকে সন্দেহ করছি না। এটা কোনো নাশকতা বা ষড়যন্ত্র মনে করি না। আল্লাহ চাইলে আমাকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি জাহাজটাই নিয়ে গেছেন। হয়তো এর মধ্যেই আমার জন্য মঙ্গল রয়েছে।”
তিনি আরও বলেন,“ইনশাআল্লাহ, আমি জাহাজটি উঠিয়ে আবার রিকভারি করব।”স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশ উদ্ধারকাজে পৌঁছেনি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুন্দরবন ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় এই জাহাজটি দীর্ঘদিন ধরে পর্যটনসেবা দিয়ে আসছিল। হঠাৎ করে ডুবে যাওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।