পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর-২৫) সকালে কেশবপুর পৌরসভার সামনে ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। সকলকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলাসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।