আমজাদ হোসেন নওগাঁ।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪আসনে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন ডা. ইকরামুল বারী টিপু (বিএনপি), খন্দকার আব্দুর রাকিব (জামায়াত), এস এম ফজলুর রহমান (সিপিবি, আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আফসানা আহমেদ ফেন্সি (স্বতন্ত্র), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমির খন্দকার আব্দুর রাকিব নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, মজলিসুল মুফাসসিরীন নওগাঁ জেলা শাখার আমি মোস্তফা আল আমিন ও মান্দা উপজেলা শাখার আমির ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আফসানা আহমেদ ফেন্সি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথীর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ আলতাফ হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান। মনোনয়নপত্র জমা প্রদান শেষে সকল প্রার্থীগণ উপজেলার জনগণের কাছে দোয়া এবং তাদের পক্ষে সমর্থন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।