পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হলো ‘পিস ফ্যাসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)’।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে (৫ জুলাই থেকে ৭ জুলাই ২০২৫ তারিখ) তিন দিনব্যাপী যশোরের আরআরএফ ট্রেনিং ও রিসোর্স সেন্টারে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, মুজিবনগরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং অফিসার তনুজা কামাল, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলার সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলি খান। এছাড়াও পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলি, নারী প্রতিনিধি ঝরনা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মুনশী মোঃ মোকাদ্দেস হোসেন, জামায়াত ইসলাম বাংলাদেশের মুজিবনগরের সেক্রেটারি মোঃ খায়রুল বাশারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
এই প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারী সদস্য ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।