অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট।।শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ করেছে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়।
মঙ্গলবার (৩০’ডিসেম্বর) সকালে মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সুধাংশু ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ও শহিদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক ট্রাষ্টের চেয়ারম্যান মোঃ জহিরউদ্দিন বাবর মোছাল্লী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিঠাখালী ইউনিয়ন সেক্রেটারি মোঃ মনির খান, জামাত নেতা লুতফুর শেখ, ৩’নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আইয়ুব শেখ ও অভিভাবক’সহ অন্য অন্য বেক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।