মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডে শহীদদের স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির পর উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাবিবুল্লাহ।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ থানা পুলিশ, মোরেলগঞ্জ পৌরসভা, সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে কুচকাওয়াজ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা পরিষদ হলরুমে ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।