আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভোক্তাঅধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার মোল্লাহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মোল্লাহাট বাজারে সার বিক্রেতাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত দামের প্রতি নজর দেন। সার বিক্রয় মনিটরিংকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে রহমান ট্রেডার্স ও মেসার্স চৌধুরী ট্রেডার্স দুটি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নগত আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত দামে সার বিক্রয় করা বাধ্যতামূলক। যদি কোন প্রতিষ্ঠান এর উল্টা কার্যক্রম করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা যে কোন ধরনের অসাধু ব্যবসার তথ্য জানালে ভোক্তা অধিদপ্তর তা যথাযথভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।
এ অভিযান স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে । ভোক্তারা কৃষি পন্যের মূল্যমান বজায় রাখতে প্রশাসনের এমন অভিযানের প্রশংসা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।