আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) কামরুল ইসলাম মোল্লাহাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সরকারী দফতর পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) কামরুল ইসলাম। তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।