আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।দেশের চলমান সামাজিক অবক্ষয় রোধে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে ব্যাপক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার চুনখোল ইউনিয়নের আস্তাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (শ্যামানন্দ কুন্ডু) বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ সমাজের জন্য এক বিরাট হুমকি। এসব অপকর্ম দমনে কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের মতো ভয়ঙ্কর জালে না জড়ায়।”
উক্ত সভার সভাপতি ইউপি সদস্য চানমিয়া মোল্লা তার বক্তব্যে বলেন, “চুরি, ছিনতাই, সন্ত্রাসের ঘটনা বেড়ে গেলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তাই অপরাধ দমনে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিটি গ্রাম-গঞ্জে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।” তিনি সকল দুষ্কৃতিকারীদের সতর্ক করে বলেন, সাবধান হয়ে যান, ধরা পড়লে রক্ষা হবে না।
সভায় বিভিন্ন বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে আরও সোচ্চার হতে হবে। মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন তারা। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও স্কুল-কলেজকে এগিয়ে আসতে হবে।
এছাড়া সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তাদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ অপকর্মগুলো দমন করা সম্ভব।
সভায় সিদ্ধান্ত হয়—স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা, রাতের পাহারা ব্যবস্থা ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চালানো হবে।আলোচনা শেষে উপস্থিত সবাই অপরাধ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন এবং সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।