মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় একটি প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত নয়টার দিকে শহরতলীর নীলগঞ্জ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, নগদ ৯ হাজার ৫০০ টাকা ও গাঁজা সেবনের কোলকে উদ্ধার করা হয়।আটকরা হলো—শেখহাটি জামরুলতলা এলাকার হারুন শেখের ছেলে সাগর এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে হিমেল।
তবে তাদের সহযোগী শেখহাটি আদর্শ পাড়ার শরিফুল ইসলামের ছেলে কবির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, নীলগঞ্জ ব্রিজের কাছে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-১৬১০) দ্রুতগতিতে সেখানে পৌঁছায়। পুলিশ দেখে গাড়িটি পালানোর চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে থামানো হয়।তিনি বলেন,তল্লাশিতে আমরা একটি চাকু, গাঁজা সেবনের কোলকে ও নগদ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করি। গাড়িতে থাকা এক যুবক পালিয়ে যায়, বাকিদের আটক করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকরা ছিনতাইকারী চক্রের সদস্য। তারা রাতে গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে সুযোগ বুঝে ছিনতাই করে থাকে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।