মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত ২টার সময় নিজ বাড়ির সামনেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।পরিবারের বরাত দিয়ে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে হামলার উদ্দেশ্যে বোমা নিয়ে আসে। আহত যুবক বিপ্লব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হওয়ার পরই হঠাৎ বোমাটি বিস্ফোরণ হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বিপ্লবের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
বিপ্লবকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকেরা জরুরী ভিত্তিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পরিবার জানিয়েছে, আহত বিপ্লবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।আহত বিপ্লবের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, কেউ একজন আমাদের বাড়িতে মারতে এসেছে। আমার ছেলে বাইরে বের হতেই বোমাটা ফাটে। এখন ওর অবস্থা খুব খারাপ। কী হবে জানি না।এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারা এবং কী উদ্দেশ্যে এই হামলার চেষ্টা করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।এই ঘটনাটি মহিষাকুড়া গ্রামসহ পুরো যশোর শার্শা উপজেলায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।