মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধ।।যশোরে গাছ থেকে পড়ে এক গাছকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) ১০টা৩০মিনিটের দিকে তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনার শিকার হন।আহত ব্যক্তির নাম সাকিব (২৪) পিতা আলমগীর হোসেন।
তিনি সদর উপজেলা দিয়াপাড়া ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন গাছ কাটা শ্রমিক ।স্থানীয় সূত্রে জানা যায়, তালবাড়িয়া বাসিন্দা হীরা দে-এর বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ কাটার কাজ করছিলেন সাকিব। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, মোঃ সাকিবের মাথা ও কোমরে আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি নিশ্চিত করেছে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।