মোঃ জসিম উদ্দিন(তুহিন)যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে একটি চোরাই ট্রাকসহ সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক হয়েছে।গত ৩ আগস্ট রাতে বরিশালের গৌর নদী এলাকা থেকে ওই একটি চুরি করে আনে সঙ্ঘবদ্ধ চোর চক্র। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের যশোর সদর উপজেলার মুড়লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চক্রের আরো কয়েক সদস্যে খোঁজা হচ্ছে।
তথ্য মিলেছে, গত ৩ আগস্ট বরিশালের গৌর নদী উপজেলার মেদাকুল গ্রামের বলরামের বাড়ি থেকে একটি ট্রাক চুরি হয়। চোরাই ট্রাক বিকিকিনি সিন্ডিকেট ওই ট্র্যাকটি চুরি করে যশোরে আনে বলে তথ্য পায় পুলিশ। আর ঐ তথ্যে যশোর পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে অভিজান পরিচালিত হয়। এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান শুরু করেন। এ দিন রাতে মুড়লী এলাকার এ্যাডভোকেট তহিদুর রহমানের মালিকানাধীণ দোতলা মার্কেটের দক্ষিনপাশে পিচের রাস্তার উপর থেকে ঐ চোরাই টা কি উদ্ধার করা হয়। এসময় ওই track চুরির সাথে জড়িত চারজন আটক হয়। এরা হচ্ছে মাদারীপুরের হাফিজ বেপারী(৩২), ফোরকান শিকদার(২২), সোহেল ঘরামী(২৩) ওৎসুশান্ত রায় (৩৫) ।
চোরাই ট্রাকটি বিক্রির চেষ্টাকালে তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মাসুদ নামে পলাতক এক সিন্ডিকেট প্রধানের নেতৃত্বে তারা গৌরনদী থেকে ট্যাকটি চুরি করে যশোরে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। এ সংক্রান্তে ডিবি যশোরের এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ধৃত আসামিদের নাম উল্লেখসহ ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহারৎ দাখিল করেছেন।
ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন, আটককৃতরা পেশাদার এবং সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য । আসামিৎসুশান্ত রায়ের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি চুরি মামলা সহ ২টি মামলা আছে এবং আসামি ফোরকান শিকদারের বিরুদ্ধেও ১টি চুরি মামলা সহ ২টি মামলা আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।