মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরবেলা দিকে যশোর চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর, পোস্ট অফিস বারীনগর, ওয়ার্ড ৪ এলাকার বাসিন্দা তিনি এ এলাকার জাকির হোসেনের ছেলে।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয় যশোর কোতোয়ালী থানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার কারণ সম্পর্কে পুলিশ সরাসরি কিছু না বললেও প্রাথমিক ধারণা করা হচ্ছে—ব্যক্তিগত ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।