মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর বেনাপোল থেকে চট্টগ্রামে পাচারের জন্য মজুদ করা হয়েছিল অস্ত্রগুলোযশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত অস্ত্রগুলো মূলত যশোর বেনাপোল থেকে চট্টগ্রামে পাচারের জন্য মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (তারিখ আপনার জানা থাকলে বসিয়ে দেবেন) পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযানকালে লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে পূর্বের আরও তিনটি মামলা রয়েছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।