মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের পৌরপার্ক থেকে তুলে নেওয়া দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলাম রফিক, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান খোকন আদালতে এ মামলা দায়ের করেন।
তিনি গুম হওয়া যুবক সাইদুর রহমান সাইদের বাবা।মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মিলন আহমেদ।সাবেক এসপি আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলাম রফিক ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ছাড়াও অভিযুক্তরা হলেন—ফুলু মিয়া, রমিজ শেখ, নাসির শেখ, সাইফুল শেখ, হারুন অর রশিদ শেখ, জাহিদুল শেখ ও আল আমিন তালুকদার মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর গ্রামের বাড়ি পিরোজপুরের কুমারখালীতে অনেক সম্পত্তি রয়েছে। স্থানীয় আসামিরা আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে জমি দখলসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
২০১৭ সালের ১ এপ্রিল বাদীর ছেলে সাইদুর রহমান সাইদ সম্পত্তি দখলের প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। কয়েক দিন পর ৫ এপ্রিল যশোর শহরের পৌরপার্ক থেকে সাইদ ও তার বন্ধু শাওনকে সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ও টিএসআই রফিক আটক করে মারধর করেন। বাদীর অভিযোগ, এ ঘটনার নির্দেশদাতা ছিলেন সাবেক এসপি আনিসুর রহমান।পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও টাকা পরিশোধের পরও তাদের আদালতে সোপর্দ করা হয়নি। বরং বাদীর স্ত্রী হিরা বেগম এ ঘটনায় মামলা করলে তাকেও আটক করে নির্যাতনের মাধ্যমে মামলা প্রত্যাহার করানো হয়। এতে অসুস্থ হয়ে একসময় মারা যান হিরা বেগম।এরপর থেকে সাইদ ও শাওনের আর কোনো খোঁজ মেলেনি। বাদীর দাবি, তাদের হত্যা করে লাশ গুম করা হয়েছে।
উল্লেখ্য বাদী অভিযোগ করেন, আসামিরা আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় সে সময় সাহস করে মামলা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় ঘটনার আট বছর পর তিনি আদালতে মামলা করলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।