মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর পিতা,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।আজ সকাল ৯টার দিকে অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের উপকণ্ঠে অবস্থিত কারবালা কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে দাঁড়ান। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মরহুম তরিকুল ইসলাম আজীবন যশোরের মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তাঁর সুযোগ্য সন্তান হিসেবে আমি তাঁরই আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণ করে যশোর-৩ আসনের মানুষের সেবা করতে চাই।তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন নির্বাচনী লড়াইয়ে কাজ করার আহ্বান জানান।দলীয় সূত্র জানায়, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে অনিন্দ্য ইসলাম অমিত বিশাল এক শোভাযাত্রাসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
সেখানে তিনি যশোর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।উল্লেখ্য, মরহুম তরিকুল ইসলাম বিএনপির জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাঁর রাজনৈতিক প্রভাব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো মানুষের মুখে মুখে সমাদৃত। পিতার সেই রাজনৈতিক উত্তরাধিকার নিয়েই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।